শেষ আপডেট: 9th December 2024 10:30
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণের নয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। যার জেরে কয়েকটি জায়গায় তাপমাত্রা বাড়বে। তবে উত্তরের মানুষজনের জন্য রয়েছে সুখবর। দার্জিলিঙে পড়তে পারে বরফ। সতর্কতা জারি কুয়াশার।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যা আগামী কয়েকদিনে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। উত্তর ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের নয় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত হালকা বৃষ্টিই হবে বলে জানিয়েছে আলিপুর। সোমবার বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে বৃষ্টি ও আকাশ আংশিক মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রা কোথাও কোথাও কমার সম্ভাবনা রয়েছে সোমবার। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও একই আবহাওয়া থাকবে। তবে, বুধবার বা বৃহস্পতিবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ।
আগামী সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ও পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে।
উত্তরবঙ্গের চিত্রটা একদম আলাদা। আগামী ৪৮ ঘণ্টায় কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের কিছু জায়গায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাত হতে পারে। যার প্রভাবে সিকিম সংলগ্ন দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতেও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গজুড়ে কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। ঘন কুয়াশার ফলে ব্যহত হতে পারে যোগাযোগ ব্যবস্থা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি থাকবে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪১-৮২%।
এদিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাডু, পুদুচেরী ও কড়াইকালে। বৃষ্টি সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে। কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অসম ও মিজোরামে।