শেষ আপডেট: 4th November 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে ঝকঝকে আকাশ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। তবে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।
রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। কালীপুজো ও ভাইফোঁটাতেও বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কিন্তু বৃষ্টি সেভাবে হয়নি। আকাশ আংশিক মেঘলা ছিল রবিবার। সোমবার সকাল থেকেই রোদ ও ঝকঝকে আকাশ রয়েছে কলকাতায়। এই আবহাওয়ায় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন থাকবে বলে জানাল আলিপুর। চলতি সপ্তাহে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দেওয়া হল।
তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় স্থানীয় মেঘ থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। খুব বেশি ঘাম না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম লাগবে। তাপমাত্রাও খুব বেশি ওঠা-নামা করবে না আগামী কয়েকদিন।
মঙ্গল অর্থাৎ আগামীকাল ও বুধবার দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা হালকা সে জায়গায় কমতে পারে।
এদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টি হতে পারে। পাঁচ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। বুধবার বৃষ্টি হতে পারে উত্তরের আটটি জেলাতেই। চলতি মাসের ৯ তারিখের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে। আর্দ্রতা কমতে শুরু করবে। তখন থেকে বৃষ্টির আর তেমন সম্ভাবনা থাকবে না।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি থাকবে ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি।