শেষ আপডেট: 13th October 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস থাকলেও রোদ ঝলমলে আকাশ পেয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি ছাড়া পঞ্চমীর পর থেকে তেমন বৃষ্টি কোথাও হয়নি। জমিয়ে ঠাকুর দেখেছে সকলে। এবার সিঁদুর খেলা ও নিরঞ্জনও হবে নির্ঝঞ্ঝাট। কারণ আজ রবিবার এবং আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দুর্গাপুজোর কার্নিভ্যালের দিনও বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার অর্থাৎ কার্নিভ্যালের পরের দিন থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় একদম হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হবে না। কারণ বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে এবং আগামী ২-৩ দিনের মধ্যে ধীরে ধীরে আর্দ্রতা কমতে শুরু করবে। তবে আজ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণের জেলাগুলিতে।
এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী কয়েকদিন হালকা বৃ্ষ্টির পূর্বাভাস দিল আলিপুর। আকাশ থাকবে আংশিক মেঘলা। দুর্যোগের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা দ্বারভাঙা হাজারীবাগ নরসিংহপুর ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। তাই শুধু বাংলা নয়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাত, মধ্যপ্রদেশ ও সিকিম থেকেও আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা বিদায় নেবে।
অন্যদিকে, পূর্ব অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। লাক্ষাদ্বীপের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ রূপে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে। যার প্রভাব গোয়া-কর্নাটক উপকূলে পড়ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ কতোটা শক্তিশালী, সেবিষয়ে জানা যায়নি। তবে, এর অভিমুখ যে বাংলার দিকে নয়, তা স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। মনে করা হচ্ছে চেন্নাই উপকূলের দিকে এগিয়ে যাবে ঘূর্ণাবর্তটি।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাত, তামিলনাড়ু, পণ্ডিচেরী, করাইকাল, কেরল, মাহে ও কর্ণাটকে।