শেষ আপডেট: 2nd October 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার দিন ফের সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বাংলাদেশ থেকে আন্দামানের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর পাঁচ দিন। তবে তার আগে শহর ভাসবে বলেই জানানো হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই। বৃষ্টির পরিমাণ হালকা বাড়তে পারে শনিবার।
আজ অর্থাৎ বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরেই শুক্রবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তবে, নিম্নচাপের প্রভাবে এই সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়লেও পুজোয় ঠাকুর দেখায় বাধা হয়ে দাঁড়াবে না। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার পর্যন্ত কলকাতার আকাশ মেঘলা থাকবে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। বাকি উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।