শেষ আপডেট: 19th January 2025 08:43
দ্য ওয়াল ব্যুরো: শীতের আমেজ মিড নভেম্বর থেকে পাওয়া গেলেও কনকনে ঠান্ডার দেখা মিলল না রাজ্যে। পৌষ সংক্রান্তিতেও যথেষ্ট বেশি ছিল তাপমাত্রা। সপ্তাহজুড়ে তেমন তাপমাত্রার হেরফের হয়নি। তবে আজ, রবিবার খানিকটা কমতে পারে পারদ, জানাল আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাই অধরা শীত। জাঁকিয়ে ঠান্ডা এই সপ্তাহেও নয়। চলতি মরসুমে আর কনকনে শীত পাবে কি না রাজ্যবাসী সেনিয়ে কিছু নিশ্চিত করতে পারল না আলিপুর। মনে করা হচ্ছে, এবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির আশপাশেই থাকবে। আর তেমন কিছু হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
রবিবার সামান্য তাপমাত্রা কমলেও তা ক্ষণস্থায়ী। সোমবার থেকেই ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। হালকা কুয়াশা থাকতে পারে কয়েকটি জেলায়। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে উত্তরবঙ্গের আকাশ আগামী কয়েকদিন মেঘলা থাকবে। তবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট কমবে। বাড়বে দৃশ্যমানতা। আগামী ৪-৫ দিনে উত্তরের কোনও জেলার তাপমাত্রাতেও তেমন একটা হেরফের হবে না। পর পর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে, যার ফলে শীত ব্যাকফুটে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতোটা সিকিমে পড়বে তা বোঝা যাচ্ছে না। সিকিমের আবহাওয়ার ওপর নির্ভর করছে উত্তরবঙ্গের তাপমাত্রা ঠিক কতোটা ওঠা-নামা করবে।
রবিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা থাকবে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি।