শেষ আপডেট: 3rd February 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোয় ঘেমে স্নান হয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন। তাপমাত্রা খানিকটা বেড়েছিল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। কিন্তু সরস্বতীপুজোর দ্বিতীয় পর্যায়ে সোমবার খুশির খবর দিল আবহাওয়া দফতর। ফিরছে শীত, মঙ্গলবার থেকেই ঘুরবে খেলা।
সোয়েটার-চাদরকে প্রায় বিদায় জানিয়েছে কলকাতা। সরস্বতী পুজোয় তার ওপর বেশ খানিকটা গরম ছিল। এই পরিস্থিতিতে শীত নিয়ে সকলেরই একটু আধটু মন খারাপ ছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল। শীত ফিরছে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকেই নামবে তাপমাত্রা। মূলত দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
যদিও মাঝে দু'দিন একটু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে তা ফের নেমে যাবে বেশ খানিকটা। এই পারদ ওঠানামার মধ্যে দিয়েই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে শীত।
তার আগে কি শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়বে? আলিপুর জানাচ্ছে, তেমন সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে শীতের লুকোচুরি চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন কোনও পরিবর্তন হবে না তাপমাত্রার। সোমবার উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ ঘন কুয়াশায় ঢাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়া জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
কলকাতায় সোমবার ২২ ডিগ্রি তাপমাত্রা থাকবে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে থাকবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হবে।