শেষ আপডেট: 10th February 2025 10:23
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরু শীতের আমেজ দিয়ে হলেও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। শীত বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। জারি থাকবে কুয়াশার দাপট।
কোকিল ডাকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, জানান দিচ্ছে বসন্ত আসছে। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এই মাসের মাঝামাঝিতেই বিদায় নেবে শীত। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রাতের দিকে হালকা ঠান্ডা লাগতে পারে। মঙ্গলবার কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কুয়াশা থাকবে কলকাতাতেও।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে সামান্য তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে ভোরের দিকে সামান্য কুয়াশা হতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যুক্ত হয়ে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করেছে। এর পাশাপাশি, উত্তরপূর্ব বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। এর ফলেই তাপমাত্রার হেরফের হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।