ফাইল চিত্র
শেষ আপডেট: 11th April 2025 13:24
দ্য ওয়াল ব্যুরো: কথা মতো বৃহস্পতিবার রাতে দমকা হাওয়া সঙ্গে হালকা বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। রাতের স্বস্তির ঘুম হয় অনেকেরই। সকাল থেকেও আকাশ আংশিক মেঘলা, হালকা ঠান্ডা হাওয়া বইছে বেশ কিছু জায়গায়। তাহলে কি আজ অর্থাৎ শুক্রবারও বৃষ্টি হতে চলেছে? আবহাওয়া দফতর বলছে, হ্যাঁ। শুক্রবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বজ্যবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টি হবে আজ ও আগামীকাল। ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় রয়েছে এই মুহূর্তে। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় ক্রমেই শক্তি ক্ষয় করবে। আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সতর্কতা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
রবিবারেও দক্ষিণবঙ্গে সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে ছয় জেলাতে। হুগলি পশ্চিম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও নদীয়া এই ছয় জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার, শনিবার ও রবিবার মোটের ওপর একই আবহাওয়া থাকার পর সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় সম্ভাবনা বেশি। বইতে পারে দমকা হাওয়া। রাজ্যবাসীর জন্য সুখবর, বৃষ্টি সোমবারের পরও বিক্ষিপ্তভাবে চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনে তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তন দেখা যাবে না। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
আজ, শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টি হবে। দুই দিনাজপুর এবং মালদহে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
এদিকে দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার। উপরের দিকের পাঁচ জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের প্রভাব কমবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ওপরের দিকের পার্বত্য এলাকায় চলবে বুধবার পর্যন্ত।
ঝড় বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকে ওই কয়েকটি জেলায়। সকালে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ বাড়লে অস্বস্তি বাড়বে।
আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, বিহার, সিকিম, তামিলনাড়ু ও কেরলে।