শেষ আপডেট: 9th January 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ শেষে উত্তরে বৃষ্টি, দক্ষিণের বেশ কয়েকটি জেলায় নামতে পারে তাপমাত্রা। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায়। যার প্রভাবে বাংলাদেশের প্রায় সব জেলায় মেঘলা আকাশ থাকবে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। ফলে কনকনে শীতের সম্ভাবনা নেই এখনই। জানুয়ারিতেও লাগবে না লেপ-কম্বল।
শুক্রবার ও আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে, আগামীকাল রাজ্যের বেশ কয়েকটি জেলায় নামতে পারে তাপমাত্রা। তবে, তা দীর্ঘস্থায়ী হবে না। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে যেতে পারে উত্তুরে হাওয়া। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আংশিক মেঘলা আকাশ থাকবে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। বাড়বে রাতের তাপমাত্রা।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। সোমবার অর্থাৎ ১৩ জানুয়ারি সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপার হতে পারে। ওইদিন বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙের উত্তর দিকে। উত্তরবঙ্গ ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার ও শনিবার কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে। এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
এদিকে শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। শনিবার কুয়াশার সম্ভাবনা থাকবে দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে।