শেষ আপডেট: 5th January 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: বজায় থাকবে শীতের লুকোচুরি। আগামীকাল অর্থাৎ সপ্তাহের শুরুর দিন থেকেই বাড়বে তাপমাত্রা। রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। জাকিয়ে শীত কি তবে আর পড়বে না? বিস্তারিত জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বর্তমানে স্বাভাবিকের ওপরে রয়েছে পারদ। সোমবার আরও বাড়বে তাপমাত্রা। পরে স্বাভাবিকের কাছাকাছি নামলেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডার কোনও সম্ভাবনা আপাতত নেই। আগামী চার থেকে পাঁচদিনে তাপমাত্রার বেশ কিছুটা তারতম্য হবে। সোম ও মঙ্গলে ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার রাত ও বুধবার ভোর থেকে ফের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু-তিন দিন অর্থাৎ সপ্তাহান্তে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ফলে শীতের আমেজ থাকবে সেসময়।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গের দার্জিলিঙে মঙ্গলে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। একদম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। তবে, বুধবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে।
সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবে বলে জানাল আলিপুর। তাপমাত্রার তারতম্য এবং জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দুই বঙ্গেই। বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে।
উত্তরবঙ্গে সব জেলাতেই ঘন কুয়াশার ফলে আগামী কয়েকদিন দৃশ্যমান্যতা কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ৫০ মিটারের নীচে নামতে পারে দৃশ্যমানতা। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার দাপট অপেক্ষাকৃত বেশি থাকবে।
এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন। দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি আসতে পারে।
ফের কবে কনকনে ঠান্ডা পড়বে, তা এখনও জানা যায়নি।