শেষ আপডেট: 4th January 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এবার উত্তরবঙ্গ। রবিবার থেকে ধীরে ধীরে ঘুরে যাবে খেলা। ফের ব্যাকফুটে শীত। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাড়তে পারে তাপমাত্রা। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে হতে পারে হালকা তুষারপাত। এদিকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে আগামী কয়েকদিন।
পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের দিকে প্রবাহিত হওয়ায় উত্তুরে হাওয়া থেমে গেছে এবং পুবালী হাওয়া বাড়ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবাহিত হওয়ায় আগামী কয়েকদিন বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যার ফলে জাঁকিয়ে শীতের আমেজ পাওয়া যাবে না।
তবে, বুধবার থেকে তাপমাত্রা আবার নামতে শুরু করবে এবং পরবর্তী দু'দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
আগামীকাল রাজ্যের বিভিন্ন অংশ ঢেকে যাবে কুয়াশায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশা বেশি দেখা দিতে পারে। এদিকে আগামীকাল অর্থাৎ রবিবার কুয়াশার মাত্রা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।