শেষ আপডেট: 17th March 2025 08:47
দ্য ওয়াল ব্যুরো: সকালেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। হাসফাঁস অবস্থা ছিল রবিবার বেলা পর্যন্ত। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে নামতেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। বাঁকুড়ায় হয় শিলাবৃষ্টি। কেটে যায় সারাদিনের গুমোটভাব। কিন্তু ক্ষণিকের বৃষ্টিতে খুব একটা লাভ হবে না বলে জানিয়ে দিল হাওয়া অফিস। সপ্তাহের শুরুতেই গরম বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তাই আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে।
তবে, হাওয়া অফিস জানিয়েছে, তীব্র গরমের মধ্যেই সপ্তাহের মাঝে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি হতে পারে। বইতে পারে সামান্য ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। তবে, গরম খুব একটা কমবে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিনে তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা একই থাকবে।
উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি।