শেষ আপডেট: 6th February 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: ফের কমবে তাপমাত্রা। শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই। এক ধাক্কায় নেমে যেতে পারে অনেকটা পারদ। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও ভালবাসার সপ্তাহে সেই মতো উষ্ণতার খোঁজ করতে হবে না। আবহাওয়া উষ্ণই থাকবে।
আপাতত কয়েকদিন উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ঢুকবে রাজ্যে। শুক্রবার ও শনিবার ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পরবর্তী দু'দিন অর্থাৎ রবিবার ও সোমবার তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন হবে না। ১১ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। অর্থাৎ মঙ্গলবার ও বুধবার থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
আজ বিকেল থেকেই ধীরগতিতে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ঢুকবে। আগামীকাল সামান্য তাপমাত্রা কমবে। শনিবার বেশ খানিকটা ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে। আরও এক দফায় শীতের আমেজ ফিরবে বলাই বাহুল্য। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই, হালকা থেকে মাঝারি কুয়াশা হবে। আগামী চার থেকে পাঁচ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় আগামী দু'দিন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। আজ স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানাল আবহাওয়া দফতর।