শেষ আপডেট: 20th April 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড তাপপ্রবাহ চলছে কলকাতায়। তীব্র গরমে নাজেহাল শহরবাসী। সূর্যের প্রখর তাপে কার্যত পুড়ে খাক হয়ে যাচ্ছে কলকাতা-সহ দক্ষিণের আট জেলা। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আগামী দু-তিন দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এই পরিস্থিতিতে তাপপ্রবাহের আশঙ্কায় জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব বি পি গোপালিকা। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসকে মাথায় রেখে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব । এই বৈঠক থেকে জেলাগুলোকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, তীব্র তাপপ্রবাহ চলবে বুধবার পর্যন্ত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। রাস্তাঘাট শুনশান বললেই চলে। বেলা বাড়লেই লু বইছে। শনি ও রবিবারের মধ্যে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তার মানে বেলা চড়লেই ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে গরম। রিয়েল ফিল হবে আরও বেশি।
রাজস্থানের মরু শহরগুলিতে এমন ৪২, ৪৪ ডিগ্রি তাপমাত্রা ওঠে গ্রীষ্মে। আবহাওয়া ভেল্কিবাজিতে মহানগরেও গরমের কাঁটা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলছে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পারদ। বীরভূম, বর্ধমানে এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে?
শনিবার, রবিবার এবং সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল তাপপ্রবাহ হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। ওই ছ'টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবারও একই পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। সেদিন গরমের জন্য ন'টি জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
বাকি ছ'টি জেলায় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে প্রবল তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
কবে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে?
শনিবার এবং রবিরার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সোমবার বৃষ্টি নামবে। সেদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বৃষ্টিও হবে মঙ্গলবার। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে।
অন্যদিকে পাহাড়ি পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে সমতলের দিকের মালদহ ও দিনাজপুরে চরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আরও কয়েকদিন।