শেষ আপডেট: 12th January 2025 10:03
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহে আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার দাপট থাকবে।
দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা এবং আশপাশের জেলায়, হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুয়াশা বেশি হবে। তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে, তবে পৌষ সংক্রান্তিতে শীতের তীব্রতা না থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় তাপমাত্রা আজ ১৪.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
কলকাতা:
আজ সকালে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯১ শতাংশ। আজ সকালে হালকা কুয়াশা থাকবে, পরে আকাশ পরিষ্কার হবে। উত্তুরে হাওয়ার দাপট কমে যাবে এবং পূবালী হাওয়ার প্রভাব বাড়বে।
পাশ্ববর্তী রাজ্যগুলিতে অতিঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় কুয়াশার প্রভাব থাকবে। এছাড়াও, তামিলনাড়ু, পন্ডিচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।