শেষ আপডেট: 18th February 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে ওয়াকআউট করার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপির তরফে বিধানসভার বাইরে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করা হবে। কথা মতো এদিন বিধানসভার গাড়ি বারান্দার সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি পরে অবস্থানে বসলেন বিজেপি বিধায়করা। যাঁদের সবার পরনে রয়েছে "গর্ব করে বল আমি হিন্দু" টি-শার্ট।
১২টা থেকে বিজেপির ধর্না কর্মসূচি শুরু হয়েছে। বলা হয়েছে, যতক্ষণ অধিবেশন চলবে ততক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি চলবে। খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা কক্ষে জবাবি ভাষণ দেবেন, তার পাল্টা উত্তর দিয়ে শুভেন্দু অধিকারী কক্ষের বাইরে বক্তব্য রাখবেন।
সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে সোমবার শুভেন্দু অধিকারী-সহ ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে। এই নিয়ে শুভেন্দু আগেই দাবি করেছিলেন, হিন্দুদের পক্ষে মন্তব্য করায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের পর মঙ্গলবার বিধানসভা চত্বরে ধর্না করার সিদ্ধান্ত নেন তাঁরা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা।
সাসপেনশনের ইস্যুতে শুভেন্দু বলেন, ''২০২১ সাল থেকে ওদের একটাই কাজ, শুভেন্দু, শুভেন্দু করে যাওয়া। চারবার সাসপেন্ড করেছে, এখনও পর্যন্ত পাঁচটা প্রিভিলেজ এনেছে। এটা হচ্ছে তৃণমূলের এক ধরনের নিত্যকর্ম। আর বিধানসভার ভিতরের বক্তব্য আমি শুনেছি, ওরা হিন্দুত্বের আওয়াজকে ভয় পেয়েছে।'' এই প্রসঙ্গে ফের তৃণমূলকে প্রাইভেট কোম্পানি বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তাঁর কথায়, বিধানসভার ভিতরে যারা বক্তব্য রেখেছেন তারা কর্মচারী, কেউ রাজনৈতিক নেতা নন।
সাম্প্রদায়িক মন্তব্য করার যে অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে উঠেছে সেই নিয়েও শুভেন্দু বলেন, ''আমাদের লড়াই কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। তৃণমূল দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। এই দৃষ্টিভঙ্গি তারাই তৈরি করেছে।"