শেষ আপডেট: 30th January 2025 23:30
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ এখনও অব্যহত। শহরের ইতিউতি নির্যাতিতার বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ। এবার সেই আঁচ পড়ল কলকাতা বইমেলাতেও।উঠল জাস্টিস ফোর আরজি কর স্লোগান।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মেলাতেই উঠল বিচার চেয়ে স্লোগান।
আরজি কর-কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজ্য এবং সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে পৃথক ভাবে হাইকোর্টে মামলা করে। শুধুমাত্র সেই মামলার প্রেক্ষিতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার। তাঁরা এখনও বিশ্বাস করেন এই ঘটনার পেছনে একা সঞ্জয় থাকতে পারে না।
সিবিআই প্রথম থেকেই অভিষুক্ত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসির আবেদন করেছিল। চার্জশিটেও তাঁকে একা দোষী হিসেবে দাবি করেছিল। সেই প্রেক্ষিতেই শিয়ালদহ আদালতের বিচারপতি সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন।
সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি বিচারক অনির্বাণ দাস জানান, তাকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, কারণ দেখিয়ে জানিয়ে দেওয়া হয়, "আরজি করের ঘটনা বিরলতম ঘটনা নয়।" আর এর পরই সিবিআইয়ের তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের অভিযোগ, তদন্তে গাফিলতির জন্যই বিচারক এহেন পর্যবেক্ষণ করেছেন।