শেষ আপডেট: 8th November 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ডাক্তার দীপ্র ভট্টাচার্যের রহস্যমৃত্যুতে প্রতিক্রিয়া দিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তাঁরা। পাশাপাশি ক্যাম্পাসে ক্যাম্পাসে যাতে থ্রেট কালচারের অবসান ঘটে সেই দাবিও তাঁরা আরও জোরালো ভাবে তুলেছে।
নিহত ডাক্তারের মোবাইল থেকে একটি মেসেজ অনেকগুলো নম্বরে ফরোয়ার্ড করা হয়েছে বলে দাবি করে ডাক্তারদের একাংশ। সেই মেসেজ ঘিরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। বিষয়টির সঙ্গে থ্রেট কালচারের সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হয়েছে। চিকিৎসকের মৃত্যুতে শোকবার্তা দিয়ে এই প্রসঙ্গও তুলেছেন জুনিয়র ডাক্তাররা।
গোটা বিষয় নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে জুনিয়র ডাক্তাররা বলেছেন, ''আমরা আরও এক বন্ধুকে হারালাম। সহযোদ্ধাকে হারালাম। আমরা সকলেই জানি, মেডিক্যাল কলেজ ও সমাজের বিভিন্ন স্তরে ভয়ের রাজনীতির আধিপত্য বিস্তার করে আছে। এরাই দুর্নীতিমূলক কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমরা এই থ্রেট কালচারের অবসান চাই।''
ঝাড়গ্রামের চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, 'সিরিঞ্জ মারফত শরীরে কিছু ঢুকেছিল। তারপরই মাল্টি অর্গান ফেলিওর হয়। যার জেরে মৃত্যু হয়েছে।' ওই চিকিৎসকের শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ আপাতত একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তা খতিয়ে দেখছে।
চিকিৎসক মৃত্যুর আগে একটি মেসেজের মাধ্যমে 'থ্রেট কালচার' নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বলে দাবি উঠেছে। যদিও মেসেজটি আদৌ দীপ্রর মোবাইল থেকেই করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।