শেষ আপডেট: 3rd December 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে হওয়া ট্যাব কেলেঙ্কারি ঘুম উড়িয়েছে প্রশাসনের। এরই মধ্যে আবার দেশের নানা প্রান্তে বাড়ছে ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ঘটনা। এইসব ক্ষেত্রে একটি মাত্র ফোন ধরলে বা কিছু লিঙ্কে ক্লিক করলেই টাকা গায়েব হতে পারে। তাই এখনই এই ধরনের প্রতারণার ঘটনা বন্ধ করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। লঞ্চ করা হল এমন বই যা সচেতনতা বাড়াবে।
ডিজিটাল প্রতারণা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর। সাইবার ফাঁদ থেকে মানুষকে সচেতন করতে বুক লঞ্চ করলেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, এই বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বই লঞ্চ করা হলেও এরপর ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল জানিয়েছেন, সম্প্রতি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। তাঁর আশা, এই ট্রেনিংয়ের মাধ্যমে এবং সচেতনতার দ্বারা সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বেশি মাত্রায় বাঁচানো সম্ভব হবে।
বাবুলের কথায়, বর্তমানে প্রতারকরা খুব সহজ এবং সরল ভাষা ব্যবহার করেই প্রতারণার জাল ছড়ায়। আমজনতা সাতপাঁচ না ভেবে তাদের কথা মতো কাজ করে এবং প্রতারণার শিকার হয়। এই ধরনের বই এবং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েই প্রতারণার ঘটনাগুলি কমাতে হবে। তিনি এও জানান, বেশকিছু ব্রাউজারের ওপর নজরদারি চালানো হচ্ছে। তবে কোন কোন ব্রাউজার সরকারের নিশানায় রয়েছে তা জানাননি রাজ্যের মন্ত্রী।
পুজোর আগেই সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত একাধিক অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন কমিটি পরিচালনা করছেন। তবে কমিটি গঠনের পরও যে দেশে এই ধরনের প্রতারণার ঘটনা কমেছে এমনটা নয়। রোজই কোনও না কোনও রাজ্য থেকে ডিজিটাল অ্যারেস্ট-এর খবর পাওয়া যাচ্ছে।