শেষ আপডেট: 23rd September 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: হরিদেবপুরের মহিলাদের হস্টেলে যৌন হেনস্থা। অভিযোগ তুলল চার ছাত্রী। অভিযুক্ত ওয়ার্ডেন এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
হরিদেবপুরের ইউসিএনআই নামে ওই মহিলা হস্টেল থেকে অভিযোগ পেয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল পুলিশ। কারণ, তাঁরা জানতেন হস্টেলের গোটা ব্যবস্থাই নিয়ন্ত্রিত হয় মহিলাদের মাধ্যমে। তাহলে কার বিরুদ্ধে এহেন অভিযোগ। এরপরই গোটা ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়।
পুলিশ আধিকারিকরা জানতে পারেন, কয়েক মাস আগেই হস্টেলের ওয়ার্ডেন বিয়ে করেন এক ব্যক্তিকে। স্বামীকে নিয়ে হস্টেলেই থাকছিলেন তিনি। অবশ্য সে কথা হস্টেল কর্তৃপক্ষ জানত না। এরপরই চার ছাত্রীর অভিযোগ তোলে ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। থাকার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করেন তিনি।
ছাত্রীরা ঘটনার কথা প্রথমে অভিভাবকদের জানালে, রবিবার এককাট্টা হয়ে হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে ওয়ার্ডেন ও তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়।
ছাত্রীদের অভিযোগ, গত অগস্ট থেকে যৌন হেনস্থার ঘটনা ঘটছে। চারজন ছাত্রীর একজন গোটা ঘটনা তাঁর বাবাকে জানালে তিনি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
হোস্টেলে মোট ২৭ জন আবাসিক থাকে। ওয়ার্ডেন সুপ্রিয়া সিং বিয়ে করে তাঁর স্বামী সুপ্রভাত দোলুইকে নিয়ে একসঙ্গে হোস্টেলে থাকছিলেন। লুকিয়েচুরিয়ে এভাবে স্বামীকে মহিলা হোস্টেলে আশ্রয় দেওয়ার জন্য তাঁকেও গ্রেফতার করে পুলিশ।
তাঁদের জেরা করে পুলিশ জানতে পারে ঘটনার সঙ্গে আরও দু’জন শিক্ষক জড়িত। একজনের নাম বিশ্বনাথ শীল, অন্যজন শোভন মণ্ডল। তাঁরাও ছাত্রীদের সুযোগ পেলেই হেনস্থা করতেন। এঁদেরও ইতিমধ্যেই গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
ঘটনায় আতঙ্কিত ছাত্রীরা। নিশ্চিন্তে থাকতে পারছেন না মেয়েদের বাবা-মায়েরাও। গোটা ঘটনার খবর পেয়ে শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। পুলিশি নিরাপত্তায় ছাত্রীদের আপাতত বাড়ি পাঠানো হয়েছে।