বিশ্ব হিন্দু পরিষদ
শেষ আপডেট: 13 December 2024 08:18
দ্য ওয়াল ব্যুরো: উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত। গ্রেফতার করা হয়েছে ইস্কনের প্রাক্তন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে। যা নিয়ে বাংলাদেশের হিন্দুরা দফায় দফায় প্রতিবাদ করেন। এই ইস্যুতে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরাও।
আগামী ১৬ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউ-এর কাছে বিশ্ব হিন্দু পরিষদ সভা করতে চেয়েছে। চলতি মাসের ৫ তারিখ সে ব্যাপারে পুলিশের কাছে আবেদনও করা হয়। কিন্তু পুলিশ সেই সভার জন্য কোনও অনুমতি দেয়নি।
এ নিয়ে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা করার অনুমতি চায় বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে আইনজীবী ব্রজেশ ঝা সেই আবেদন করলে, মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি ঘোষ। আজ বিকেল ৪ টেয় মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
জেলায় জেলায় চলছে বাংলাদেশের হিন্দু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। মালদা থেকে মুর্শিদাবাদ। ফেটে পড়েছে গোটা রাজ্য। বারবার গর্জে উঠেছে বিশ্ব হিন্দু পরিষদও।