শেষ আপডেট: 17th March 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: নারায়ণগড়ে তৃণমূল পার্টি অফিসে (TMC Party Office) ডেকে ধর্ষণের (Rape) অভিযোগে হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ নির্যাতিতার পরিবার।
অভিযোগ, নির্যাতিতাকে কার্যালয়ে ডেকে গণধর্ষণ করা হয়। যদিও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি। এফআইআর-এও কোনও রকম ধর্ষণের ধারা যুক্ত করা হয়নি। এরপরই আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ঘটনার মামলা দায়ের করার আবেদন জানান। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
সাত দিন আগে রবিবার বিকেলে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে শোরগোল হয় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। অভিযোগ, বিবাদের মীমাংসার নামে ডেকে তৃণমূল কার্যালয়ে নির্যাতন করেন এক তৃণমূল নেতা। তাঁকে সাহায্য করেন আরও এক জন।
যদিও পুলিশ ধর্ষণের অভিযোগ মানেনি পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল রিপোর্টে অত্যাচার, শারীরিক নির্যাতন এবং যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি। রিপোর্টে উল্লেখ নেই ধর্ষণের কথাও।
অন্যদিকে স্থানীয় বিজেপির অভিযোগ, মূল ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে প্রশাসন। আড়াল করা হচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। সেই ঘটনার ৭ দিন পরে, রোববার নির্যাতিতার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। প্রতিবেশী এবং স্থানীয়দের সঙ্গেও কথাবার্তা বলেন তাঁরা। পরে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি এবং পুলিশ সুপার ধৃতিমান সরকারের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা।