শেষ আপডেট: 1st August 2024 18:31
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফি বৃদ্ধির প্রতিবাদে উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে ঘেরাও করেছিল ছাত্র-ছাত্রীদের একাংশ। বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাঁকে ঘেরাও করা হয়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে ঘেরাও মুক্ত হলেন উপাচার্য।
গত কয়েকদিন ধরে ফি বৃদ্ধি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রায় সাত দিন ধরে চলে ছাত্র ফেডারেশনের অবস্থান। বুধবার ঘোরাও করা হয় উপাচার্যকে। জানা গেছে, ফি বৃদ্ধি নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবিষয়ে কর্তৃপক্ষের কাছে মতামত চাওয়া হয়েছে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে সম্প্রতি ফি বৃদ্ধি করা হয়েছে। এরপরই প্রতিবাদে নামে পড়ুয়ারা। এসএফআই-র নেতৃত্বে ছাত্রছাত্রীরা ফি কমানোর দাবিতে অবস্থান বিক্ষোভে বসে। বুধবার দুপুরে ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে পড়ুয়াদের বৈঠক হয়েছিল। সেখানে ছাত্রছাত্রীরা উপাচার্যের কাছে ফি বৃদ্ধি না হওয়ার বিষয়ে লিখিত আশ্বাস চেয়েছিলেন। যা দিতে তিনি অস্বীকার করেন বলে অভিযোগ। এরপরই উপাচার্যকে ঘেরাও করেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা।
পড়ুয়াদের দাবি, উপাচার্যকে লিখিত বয়ান দিতে হবে যে তিনি ফি বৃদ্ধির সমস্যা সমাধানে কী পরিকল্পনা করছেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে হবে। যতক্ষণ পর্যন্ত উপাচার্য তাদের লিখিত আশ্বাস দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান এবং ঘেরাও চলবে। যদিও শেষ পর্যন্ত ঘেরাও মুক্ত হলেন উপাচার্য।
প্রায় ১০ বছর পর ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম থেকেই যার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল এসএফআই। গত সপ্তাহে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি হয়। যার বিরুদ্ধে সুর চড়িয়েছিল আন্দোলনরত বাম ছাত্র সংগঠন।