শেষ আপডেট: 12th February 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: চাকরিপ্রার্থীরা মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন ধর্মতলার রাজপথে। কেউ কেউ সেখানেই রাস্তায় শুয়ে পড়েছেন। তাঁদের কাতর প্রশ্ন, আর কত দিন নিয়োগের অপেক্ষায় তাঁরা থাকবেন? এ বার নিয়োগ চাই। এ ভাবেই সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ উচ্চ-প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের আন্দোলনকারীদের বিক্ষোভ-অবস্থানে কিছু ক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে থাকল ডোরিনা ক্রসিং।
মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে ধর্মতলা অবধি বিক্ষোভ মিছিল হয়েছে আজ। বিক্ষোভকারীরা হঠাৎ করেই ডোরিয়া ক্রসিংয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন। চাকরিপ্রার্থীদের অবস্থানের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের অফিসে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শেষ হয়েছে। মেধা তালিকা প্রায় ১৩ হাজার জনের মধ্যে দু’দফায় কাউন্সেলিং হয়েছে আট হাজারের মতো। অপেক্ষমাণ প্রার্থীদের সংখ্যাও অনেক। চাকরিপ্রার্থীরা দাবি তোলেন, তাঁদের দ্রুত সুপারিশপত্র দিতে হবে। তার পরে দ্রুত নিয়োগপত্র দিতে হবে।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফে এদিন এই বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, “২০১৪ সাল থেকে অপেক্ষা করছি আমরা। ১০ বছর হয়ে গেল। আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে। চাকরির আশায় রাস্তায় বসে আছি আমরা। আমরা যোগ্য। আর কতদিন এভাবে বসে থাকব। কিছুতেই আমাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না।”