শেষ আপডেট: 10th July 2024 23:08
দ্য ওয়াল ব্যুরো: আরও 'স্মার্ট' হল কলকাতা মেট্রো। এবার থেকে নগদ টাকা, খুচরো পয়সা না থাকলেও সব স্টেশন থেকে টিকিট কাটা যাবে। কলকাতা মেট্রোর প্রত্যেকটি টিকিট কাউন্টারে বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। তাতে টিকিট কাটার মুহূর্তে টাকার সমস্যা হলে হয়রান হতে হবে না নিত্যযাত্রীদের।
কলকাতা মেট্রোর সব টিকিট কাউন্টারে থাকছে অনলাইন না ইউপিআই পেমেন্টের ব্যবস্থা। বাজারে, দোকানে, রেস্তোরাঁয় যেভাবে অনলাইন কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়, মেট্রোতেও ওই একই ভাবে পেমেন্ট করে টোকেন কাটা যাবে বা স্মার্ট কার্ড কেনা, অথবা রিচার্জ করা যাবে।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এবার থেকে সমস্ত টিকিট কাউন্টারে থাকবে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা। কেউ যদি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে কাউন্টার ক্লার্ককে আগাম বলে দিতে হবে। তাহলে তিনি একটি কোড দেবেন। সেই কোড স্ক্যান করেই টোকেন, স্মার্ট কার্ড কিনে ফেলা বা রিচার্জ করা যাবে। আশা করা হচ্ছে, এভাবে নিত্যযাত্রীদের সময়ও বাঁচবে এবং আরও বেশি দ্রুত পরিষেবা মিলবে তাঁদের।
সম্প্রতি নতুন দুটি রেক এসেছে কলকাতা মেট্রোয়। 'ডালিয়ান রেক' নামে পরিচিত ওই রেকে উঠলে একাধিক সুবিধা পাবেন সকলে। বেশি বসার জায়গা থেকে শুরু করে বাকি রেকের থেকে বেশি চওড়া দরজাও আছে এই রেকে। এই রেকের দরজা ১০০ মিলিমিটার চওড়া। যা সাধারণ এসি রেকের তুলনায় অনেকটাই বেশি। আগের থেকে উজ্জ্বল ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে হুইল চেয়ার পার্কিং সবই থাকছে এই রেকগুলিতে।
ইতিমধ্যে আবার সিগন্যালিং সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, নয়া এই সিগন্যালিং ব্যবস্থা চালু করতে ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। জোকা থেকে এসপ্ল্যানেড এবং কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর করিডোরে এই উন্নত সিগন্যালিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে আপাতত।