শেষ আপডেট: 3rd February 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে কি খুব দ্রুত চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন? ভাইরাল ছবি ঘিরে চর্চা আপাতত তুঙ্গে। কারণ যে ট্রেনের রেকের ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে লেখা রয়েছে 'ইআর' অর্থাৎ পূর্ব রেল। মনে করা হচ্ছে, হাওড়া অথবা শিয়ালদহে আনা হতে পারে এই রেক। যদিও ছবির কোনও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
মুম্বইয়ে কয়েক বছর আগেই এসি লোকাল ট্রেন যাত্রা শুরু করেছিল। প্রথমে একটু বেশি ভাড়ার জন্য যাত্রী সংখ্যা কম থাকলেও পরে ভাড়া কমিয়ে দেওয়ায় হু হু করে যাত্রী বেড়েছে এসি লোকালে। এবার কলকাতা এবং শহরতলিতেও এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল হল। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে পূর্ব রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।
সূত্র মারফৎ খবর, শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এসি লোকাল ট্রেন চালানোর জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত। যদিও কবে সেই ট্রেন আসবে বা আদৌ আসবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, অনুমতি মিললেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি ট্রেনের রেক শিয়ালদহে আসবে।
শিয়ালদহে এসি লোকাল চালু হওয়ার পর হাওড়া ডিভিশনে তা চালু হতে পারে। যদিও পুরো বিষয়টাই এখন খাতায়-কলমে রয়েছে। তার বাস্তবায়ন হতে এখনও কিছুটা সময় লাগবে বলেই আভাস মিলেছে। এসি রেক কলকাতায় আসার পর তার ভাড়া এবং রুট ঠিক হবে বলে রেল সূত্রে খবর। তবে এই মুহূর্তে ভাইরাল ছবি দেখেই উচ্ছ্বসিত রাজ্যবাসী।