শেষ আপডেট: 9th February 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙায় অগ্নিকাণ্ড ঘিরে সংঘর্ষ। বিধ্বংসী আগুন নিভতেই উত্তপ্ত এলাকা। স্থানীয়দের একাংশের কাঠগড়ায় শাসক-কাউন্সিলর। পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে পুলিশের সামনেই মারামারি শুরু করে দেয় দু'পক্ষ।
শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার খালপাড়ের বস্তিতে। অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় এক জনের। সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে ঝুপড়ির ভিতর থেকে। দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)।
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ঝুপড়িতে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি। দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ।
স্থানীয়দের মধ্যে ধিকি ধিকি রাগ ছিলই প্রশাসনের ভূমিকা নিয়ে। রোববার সকালে এলাকায় মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছতেই খাপ্পা হয়ে ওঠেন এলাকার মানুষ। অভিযোগ, মেয়রের সামনেই কাউন্সিলরের অনুগামীরা কয়েকজনের গায়ে হাত তুলেছেন। যার জেরে তুমুল অশান্তি শুরু হয় এলাকায়।
ফিরহাদ এলাকা ছাড়তেই কাউন্সিলরের অনুগামী ও স্থানীয়দের একাংশের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সবটাই ঘটে পুলিশের সামনে। এলাকাবাসীদের অভিযোগ, ঝুপড়ি লাগোয়া গুদাম থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তৃণমূল কাউন্সিলর তোলা নিয়ে ওই গুদাম বসিয়েছেন বলেও জানান তাঁরা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর সচিন সিংহ। অভিযোগকারীকে তিনি 'কুখ্যাত দুষ্কৃতী' বলে নিশানা করেন বলে দাবি স্থানীয়দের একাংশের।
অন্যদিকে, 'প্রাণের ভয়ে' স্থানীয় থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। তড়িঘড়ি এলাকা ছেড়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, "কোনও রাজনীতিতে যাব না। আইন অনুযায়ী সব কিছু হবে।"