শেষ আপডেট: 3rd February 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার এমএলএ হস্টেলে।
শনিবার সকালে হস্টেলের একতলা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানা এবং লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা।
পুলিশ সূত্রের খবর, এমএলএ হস্টেলের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। নিহতর নাম জয়দেব ঘোড়ুই। তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী ছিলেন।
সূত্রের দাবি, চারতলা থেকে পড়ে গিয়ে থাকতে পারেন ওই ব্যক্তি। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
কিড স্ট্রিটে রয়েছে বিধায়কদের এমএলএ হস্টেল। শনিবার সকালে সেখানেই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে সাত সকালে জোর চাঞ্চল্য ছড়ায় এমএলএ হস্টেলে। হাই সিকিউরিটি জোনে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।