বাইপাসের ধারে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। যার বিষয়বস্তু মূলত ভারতীয় ন্যায় সংহিতা (BNS)।
অমিত শাহ
শেষ আপডেট: 1 June 2025 07:03
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পর এবার রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রোববার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে রয়েছে তাঁর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক জমায়েত রয়েছে। সেই সভায় সাংসদ, বিধায়ক এবং রাজ্য বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করার কথা শাহের।
তার আগে রাজাহাটে সিএফএসএলের (CFSL) নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সূত্রের খবর, এসবের মাঝেই বাইপাসের ধারে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। যার বিষয়বস্তু মূলত ভারতীয় ন্যায় সংহিতা (BNS)।
জানা গিয়েছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা জোরদার করা, সীমান্তে কাঁটাতার বসাতে জমি সংক্রান্ত সমস্যা ও তার সমাধান এবং ভারতীয় ন্যায় সংহিতা আইন কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে বিস্তারিত পরিকল্পনাই হল এই বৈঠকের মূল প্রতিপাদ্য।
শনিবার রাত ১০টা নাগাদ অমিত শাহের বিমান নামে কলকাতা বিমানবন্দরে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সকলেই তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিতি ছিলেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে শাহের কনভয় কিছুক্ষণের জন্য থামে। গাড়ি থেকে নেমে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান তিনি। তার পরে তাঁর কনভয় সোজা চলে যায় বাইপাসের ধারের একটি হোটেলে। সেখানেই রাত কাটান শাহ।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজাহাটে সিএফএসএলের নতুন ভবনের উদ্বোধনের জন্য রওনা দিয়েদিয়েছেন। সেই অনুষ্ঠান সেরে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বিজেপি সূত্রে খবর, যেহেতু ১০ মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন, সেই আবহে ইন্ডোর থেকে সাংগঠনিক রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন শাহ।