শেষ আপডেট: 9th August 2024 21:45
দ্য ওয়াল ব্যুরো: এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নিশানায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়!
শুক্রবার বিভিন্ন প্রসঙ্গে অনন্ত মহারাজকে আক্রমণ করে উদয়ন বলেন, "অনন্ত মহারাজের মাথার তার কাটা রয়েছে!" এখানেই না থেমে উদয়ন এও বলেন, "ওর মত লোক যতদিন বিজেপির সঙ্গে থাকবে ততদিন বিজেপির বিপদ আরও বাড়বে!"
হঠাৎ উদয়নের আক্রমণের ব়্যাডারে অনন্ত কেন? সূত্রের খবর, সেনাবাহিনীতে নারায়নী রেজিমেন্ট দাবি নিয়ে সম্প্রতি রাজ্যসভায় বক্তব্য রেখেছিলেন বিজেপির সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়।
ওই প্রসঙ্গ টেনে এদিন উদয়ন বলেন, "অনন্ত মহারাজ কখন কী বলেন উনি নিজেই বোধহয় জানেন না। কখনও পৃথক রাজ্যের দাবি জানান, কখনও কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন।"
এরপরই 'তার কাটা'র প্রসঙ্গ টেনে উদয়নের কটাক্ষ, "মাথার তার যতক্ষণ না জোড়া লাগছে ততদিন এরকম উদ্ভট দাবি উনি করেই যাবেন!" এ ব্যাপারে অনন্ত মহারাজের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।