শেষ আপডেট: 15th March 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। আর এবারের ঘটনা আরও ভয়ানক। কারণ থানার ভিতরেই আক্রান্ত হতে হল মহিলা পুলিশকর্মীকে (Woman Officer)! আর এই ঘটনা ঘটল খাস কলকাতায় (Kolkata)।
দোলের দিন অর্থাৎ শুক্রবার নিউটাউন থানায় (New Town PS) এক মহিলা সাব ইন্সপেক্টরকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভিতর ঢুকে এভাবে মহিলা পুলিশের শ্লীলতাহানির ঘটনায় হইচই সৃষ্টি হয়েছে। কীভাবে এমন কাজের দুঃসাহস দেখালেন তারা, যুবকদের পরিচয় কী, সব তথ্য জানতে তৎপর পুলিশ।
জানা গেছে, গাড়ি নিয়ে সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে আসছিল ওই দুই যুবক। অত্যন্ত বেপরোয়াভাবে তারা গাড়ি চালাচ্ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। শুধু তাই নয়, বলাকা আবাসনের কাছে একটি গাড়িকে তারা ধাক্কাও মারে। সেখান থেকেই পুলিশ দুজনকে আটক করেছিল।
অভিযোগ, নিউটাউন থানায় নিয়ে আসার পর ওই দুই যুবক অসভ্যতা শুরু করে। প্রথমে কর্মরত এক মহিলা অফিসারের গায়ে হাত দেয়। প্রতিবাদ করলে তাঁকে মারধর করে! তারপর পোশাক ধরেও টানাটানি করে বলে দাবি। এরপরেই পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযুক্ত দুই যুবককে শনিবারই বারাসাত আদালতে তোলা হয়।
আরজি কর হাসপাতালের ঘটনা রাজ্যবাসীকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু দেখা গেছে, তার আগেও যেমন এই ধরণের ঘটনার কমতি ছিল না, এখনও নেই। বিরোধী রাজনৈতিক শিবির গোটা বিষয় নিয়ে শাসক দল তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। দাবি, রাজ্যের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ প্রশাসন। আর এবার তো থানায় ঢুকে মহিলা অফিসারের শ্লীলতাহানির ঘটনা। স্বাভাবিকভাবেই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।