শেষ আপডেট: 15th October 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: গত ৫ অক্টোবর থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সেই অনশনের ১০ দিন পার হয়েছে। বর্তমানে একাধিক জুনিয়র ডাক্তার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু অনশনে কোনও বাধা আসতে দিচ্ছেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার ধর্মতলার অনশন মঞ্চে যোগ দিয়েছেন আরও দুই জুনিয়র ডাক্তার। তাঁরা হলেন রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই। তাই যাই হয়ে যাক না কেন, অনশনে তাঁরা অনড় থাকবেন। এর আগে ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, তনয়া পাঁজা। তবে এই মুহূর্তে তনয়া এবং পুলস্ত্য ছাড়া বাকি ২ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর।
এদিকে একই দাবিতে উত্তরবঙ্গেও আমরণ অনশনে বসেন একাধিক জুনিয়র চিকিৎসকরা। সেখানেও সম্প্রতি অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন অলোক বার্মা। মঙ্গলবার আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করা হয়েছে জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, এর আগে রক্ত চাপ নেমে যাওয়ায় গত সোমবার সৌভিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি অনশনে অনড় চিলেন। ফিরে এসেছিলেন অনশন মঞ্চে। তবে এদিন তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়।
অনশনকারী জুনিয়র ডাক্তাররা কে কেমন আছেন? হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের রক্তচাপ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মূত্রে কিটোনের মাত্রা কমেছে। তবে এখনও তিনি বেশ দুর্বল আছেন। অন্যদিকে, অনুষ্টুপের কালো মল হওয়া বন্ধ হয়েছে। খুব তাড়াতাড়ি তাঁকে জেনারেল বেডে দেওয়া হতে পারে। পুলস্ত্যের শারীরিক অবস্থাও আগের থেকে ভাল হলেও বিপদ পুরোপুরি কাটতে এখনও দেরি। তাঁর স্যালাইন এখনও চলছে।
অন্যদিকে, অনশন মঞ্চের অদূরেই শৌচালয় ব্যবহার করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তনয়া। তারপরই তাঁকে তাঁর সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। তনয়ার শরীর আগেই খারাপ হয়েছিল কিন্তু তিনি হাসপাতালে যেতে নারাজ ছিলেন। তবে শেষমেশ পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাঁকে ভর্তি করতেই হয় হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগের থেকে কিছুটা ভাল আছেন অনশনকারী এই জুনিয়র ডাক্তার।