Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
SSC Hunger Strike

গুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারা

রোববার থেকেই একের পর এক অনশনকারীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যাঁদের মধ্যে ছিলেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়।

গুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারা

অসুস্থ মহিলা আন্দোলনকারী

শেষ আপডেট: 16 June 2025 06:40

দ্য ওয়াল ব্যুরো: অনশন পেরিয়েছে ৭৮ ঘণ্টা। ১৩ জুন রাত ১টা থেকে ১০ জন চাকরিহারা আমরণ অনশনে বসেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Job Deprived)। অনশনের মাঝেই ৬ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবু তাঁদের এক চুলও টলানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী যতক্ষণ না দেখা করছেন ও সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় পুর্ণবিবেচনা করা হচ্ছে ততক্ষণ তাঁরা অনশন (Hunger Strike) চালিয়ে যাবেন বলে ঠিক করেছেন। চাকরিহারা দশ জন শিক্ষক-শিক্ষিকা যাঁরা অনশনকরীদের মধ্যে ছিলেন, তাঁরা হলেন চিন্ময় মণ্ডল, কৌশিক সরকার, কিশোর কুমার রায়, অচিন্ত্যকুমার দাস,অর্নিবাণ সাহা, মিতা সরকার,মানিক মজুমদার, বিকাশ রায়, বলরাম বিশ্বাস, সুকুমার সোরেন।

ঘটনা হল, রোববার থেকেই একের পর এক অনশনকারীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যাঁদের মধ্যে ছিলেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়। তাঁকে তড়িঘড়ি এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সকাল আরও দুজনের শারীরিক অবস্থার অবনতি হয়। একজন অনশনকারী  অনির্বাণ সাহা। তাঁকে আরজি কর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। একজন মহিলা অনশনকারী, মিতা সরকার, তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের (Bikash Bhavan) বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে (SSC Job Deprived Teachers) আমরণ অনশনে (Hunger Strike) বসেছিলেন ১০ জন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক (SSC Deprived Teachers)।

শনিবার রাতে অনশন মঞ্চে আসেন মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা। তাঁরা অনশনরত শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি অনশন প্রত্যাহার করার জন্য তাঁদের অনুরোধও করেন।

যদিও অনশনরত চাকরিহারা শিক্ষকরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। সরকার যতক্ষণ না স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে ততক্ষণ এভাবেই তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন।


ভিডিও স্টোরি