শেষ আপডেট: 4th February 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: একজনের বয়স ছয়, অন্যজনের আট। সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে ছেলে-মেয়েকে রেখেই বেপাত্তা মা। অভিযোগ, রাতের দিকে ওই মহিলা এক ব্যাক্তিকে বাচ্চা দু'টির নজর রাখতে বলে কোথাও চলে যান।
মঙ্গলবার সকাল থেকে এলাকায় বাচ্চা দু'টিকে একা একা ঘুরতে দেখেন স্থানীয়রা। বারবার বাচ্চা দুটো জিজ্ঞেস করছিল, 'মা কোথায়?' সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেন পুলিশকে। এরপরই ঘটনাস্থল থেকে দু'জনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শুরু হয়েছে তাদের মায়ের সন্ধানও।
কেন বাচ্চা দু’টিকে রেখে তিনি চলে গেলেন, তাঁদের পরিবারের আর কেউ আছেন কি না, সবটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিজিও কমপ্লেক্সের সামনে থেকে ওই দুই শিশুকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠছে রাতে বাচ্চা দু'টির মা তাদের ওখানেই রেখে চলে যান। সকাল হলেও এখনও মহিলার কোনও খোঁজ মেলেনি।
মঙ্গলবার সকালে বিধাননগর (উত্তর) থানার পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই ওই দুই শিশুকে তাদের মায়ের সঙ্গে ওই এলাকায় ঘুরতে দেখা যেত। সোমবার দুপুর থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল তারা। তখনও অবধি সঙ্গেই ছিলেন তাদের মা।