শেষ আপডেট: 2nd September 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: '১১ বছর কামদুনি বিচার পায়নি, রাজ্যের মানুষ চাইছে বিচার হোক।' এমন দাবি করলেন, কামদুনি কাণ্ডের প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল।
আরজি কর কাণ্ডের পরে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের রাস্তায় মিছিলে নেমেছেন তাঁরা। দু'জনের দাবি, ১০ বছর পরেও কামদুনি বিচার পায়নি। মহিলা নিরাপত্তাও রাজ্য তলানিতে ঠেকেছে। কামদুনির পরেও রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে।
এদিন টুম্পা কয়াল বলেন, 'আমাদের রাজ্যটা জঘন্যতম অবস্থায় চলে গেছে। এমনই পরিস্থিতি, আজ পথে নেমেছেন ডাক্তাররা। তাঁরা কেউ ঝামেলা করতে আসেননি কিন্তু। তাঁরা পুলিশের পদত্যাগের দাবিতে এসেছেন। কারণ এত বড় ঘটনার তদন্ত হয়নি, উল্টে প্রমাণ লোপাট করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের এত নিষ্ক্রিয়তা, অথচ আজ আমাদের আটকাতে এসেছে।'
তাঁর প্রশ্ন, 'এত বড় ঘটনা ঘটে গেল, সেদিন পুলিশ কোথায় ছিল। ১৪ তারিখে আরজি করে তাণ্ডব চালানোর সময়ে কোথায় ছিল পুলিশ। আজ আটকাতে এসেছে আমাদের। আমাদের সবার একটাই দাবি, জাস্টিসের দাবি। আমরা কোনও ঝামেলা করতে আসিনি, বিচার চাইতে এসেছি।'
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে এদিন পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করছেন তাঁরা। এদিন একটি মেরুদণ্ডের মডেল হাতে নিয়ে রাজপথে নামেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের রুখতে দেড়মানুষ উঁচু লৌহ প্রাচীর দিয়ে ব্যারিকেড করেছে পুলিশ। গোটা বউবাজার চত্বর পুলিশে ছয়লাপ। আন্দোলনকারীদের প্রবেশ রুখতে লালবাজারের কাছে ৯ ফুট উচ্চতার লোহার গার্ডরেলও তৈরি করা হয়েছে।