শেষ আপডেট: 8th November 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শোভাবাজার মেট্রো স্টেশনে। ঘটনার জেরে ব্যাহত আংশিক পরিষেবা।
সূত্রের খবর, এদিন দুপুরে শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনের ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। তারই জেরে সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল পরিষেবা বন্ধ রয়েছে।
মেট্রো সূত্রের খবর, দুর্ঘটনার জেরে সঙ্গে সঙ্গে শোভাবাজার মেট্রোর বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারই জেরে সেন্ট্রাল থেকে দমদম আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।
ইতিমধ্যে আত্মহত্যার চেষ্টা করা তরুণীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়তে হয় মেট্রোর যাত্রীদের। তাঁদের কথায়, ইদানিং মেট্রোয় আত্মহত্যার প্রবণতা খুব বেড়ে গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষর উচিত যথাযথ পদক্ষেপ না করা। তা না হলে এভাবে মানুষকে হয়রানির মুখে পড়তে হবে।