মেট্রো রেলওয়ের উচ্চপদস্থ কর্তারা
শেষ আপডেট: 14 December 2024 17:50
কলকাতা ব্যুরো: হাতেগোনা আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার অগ্নিপরীক্ষা কলকাতা মেট্রোর। তার আগে শনিবার নোয়াপাড়া-এয়ারপোর্ট অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কী না তা খতিয়ে দেখা হল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর অংশ পরিদর্শনে আসবেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। হবে ট্রায়াল রান।
নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর, প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই পথ জুড়বে মেট্রোয়। সে কারণে শনিবার এই রুটে প্রথম বার সফলভাবে পরীক্ষামূলক ট্রায়াল রান চালাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মূলত ওই রুটে মেট্রো চলাচল নিরাপদে হয় কী না এদিন তা খতিয়ে দেখা হয়। কর্তৃপক্ষের দাবি, সব মাপকাঠিই পূরণ হয়েছে। সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার সবুজ সঙ্কেত দিলেই চালু হয়ে যাবে মেট্রো চলাচল।
শনিবারের ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রোর মুখ্য ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার। এদিন বিকেল ৪টে ২০ মিনিটে থেকে নোয়াপাড়া থেকে মেট্রো রেক ‘এমআর ৪০৭’ রওনা দেয়। সেইসময় হাজির ছিলেন মেট্রো রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার (নির্মাণ) দেবেন্দর কুমার এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। নোয়াপাড়া থেকে মেট্রো রেক দমদম ক্যান্টনমেন্টে পৌঁছানোর পরে পুজোর আয়োজন করা হয় বলে খবর।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৬.২৫ কিলোমিটারের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, থার্ড লাইন এবং ট্র্যাক আছে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য ট্রায়াল রান চালানো হয়।
২০২৫ সালের মার্চের মধ্যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরুর কথা রয়েছে। গত মার্চেই কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) অনুমোদন মিলতেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশে মেট্রোর ট্রায়াল হয়েছিল। কিন্তু ওই অংশে পরিষেবা শুরু করতে চায়নি মেট্রো কর্তৃপক্ষ। একেবারে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে এনে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে কলকাতা এবং শহরতলির মানুষ খুব সহজেই বিমানবন্দর পৌঁছতে পারবেন বলেও আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।