শেষ আপডেট: 7th March 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: আড়াই দিন বন্ধ থাকতে চলেছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইস্ট-ওয়েস্ট রুটের (East-West Metro Route) ট্রেন পরিষেবা। শুক্রবার সন্ধে থেকে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত এই রুটে কোনও ট্রেন চলবে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সিগনালিং-এর (Signal Work) কাজের জন্যই মূলত বন্ধ করা হচ্ছে এই রুট।
গত ফেব্রুয়ারি মাসে দু'দফায় মোট আট দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল বন্ধ ছিল। চলতি মাসে ফের প্রায় ৬০ ঘণ্টার জন্য তা বন্ধ করা হচ্ছে। এতে যাত্রীদের অসুবিধা হবে সেটাই স্বাভাবিক। তবে মেট্রো কর্তৃপক্ষ বলছে, আগামী দিনে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সাধারণ মানুষকে, তাই এই সিগনালিং-এর কাজ।
আসলে খুব দ্রুত সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ যুক্ত করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণে টানা কিছুদিন পরিষেবা বন্ধ করে সিগনালিং-এর কাজ পুরোপুরি শেষ করতে চাইছে তারা। এই কারণেই ধাপে ধাপে বেশ কয়েকদিন ধরে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এই আড়াই দিন ধরে বউবাজার এলাকার খুঁটিনাটি পরীক্ষা করা হবে। সুতরাং বোঝাই যাচ্ছে, পরিষেবা বন্ধ করাটাই জরুরি।
শুক্রবার সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনের শেষ মেট্রোও প্রায় একই সময় ছাড়ার কথা। সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।
এর আগে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালুর জন্য ১৩ থেকে ১৬ তারিখ এবং পরে দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দুটি রুটে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।