রবীন্দ্র সরোবর চত্বরে গাছ পড়ে মৃত্যু হল ফুল ব্যবসায়ী কমল দে-র। টানা বৃষ্টির পর পুরনো গাছ উপড়ে যাওয়া ঘিরে উঠছে পুরসভার ভূমিকার প্রশ্ন।
ফাইল ছবি
শেষ আপডেট: 20 May 2025 23:07
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্র সরোবর চত্বরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুর প্রায় দু’টো নাগাদ সরোবরের ভিতরে আচমকাই একটি গাছ উপড়ে পড়ে। ঠিক সেই সময় সেখানেই বসেছিলেন কমল দে নামে এক ব্যক্তি। গাছটি তাঁর উপর পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তির নাম কমল দে (৪৭)। পেশায় ফুল ব্যবসায়ী কমলবাবুর কালীঘাট মন্দির চত্বরে একটি দোকান ছিল। প্রায়শই তিনি বিশ্রামের জন্য রবীন্দ্র সরোবর এলাকায় যেতেন বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, সরোবর চত্বরে বহু পুরনো গাছ রয়েছে, যেগুলোর রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না। ফলে বহুদিন ধরেই সেই সব গাছ নিয়ে উদ্বেগে আছেন সেখানকার স্থানীয়রা।
সম্প্রতি শহরে টানা বৃষ্টির জেরে গাছটির গোড়া আলগা হয়ে গিয়েছিল বলেই প্রাথমিক অনুমান। এই ঘটনায় প্রশ্ন উঠছে কলকাতা পুরসভার গাছ রক্ষণাবেক্ষণ নিয়ে। একটি প্রাণহানির পর প্রশাসন কি এবার নড়েচড়ে বসবে? কালীঘাট মন্দির এলাকায় ও রবীন্দ্র সরোবর চত্বরে সেই উদ্বেগ আরও বেশি করে দানা বেঁধেছে কমলবাবুর মৃত্যুর পরে।