Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Kasba family death

কসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?

কসবার রাজডাঙার বহুতলে একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নড়ে উঠেছে দক্ষিণ কলকাতা। মঙ্গলবার সন্ধ্যায় সরজিৎ ভট্টাচার্য, তাঁর স্ত্রী গার্গী ও পুত্র আয়ুষ্মানের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 

কসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 June 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: কসবার রাজডাঙার বহুতলে একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নড়ে উঠেছে দক্ষিণ কলকাতা। মঙ্গলবার সন্ধ্যায় সরজিৎ ভট্টাচার্য, তাঁর স্ত্রী গার্গী ও পুত্র আয়ুষ্মানের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পাওয়া গেছে একটি সুইসাইড নোট, যেখানে লেখা রয়েছে—'তাঁরা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।' যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সরজিৎ ভট্টাচার্য পেশায় জমি ও বাড়ি কেনাবেচার দালাল ছিলেন। খুব একটা বাইরে দেখা যেত না তাঁকে। সকালে জল আনতে যেতেন ছেলে আয়ুষ্মানকে নিয়ে। আয়ুষ্মান পা টেনে হাঁটতেন বলে জানিয়েছে প্রতিবেশীরা। তাঁদের সামাজিক মেলামেশাও ছিল সীমিত।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকেই রাজডাঙা গোল্ড পার্কের ৫০ নম্বর ফ্ল্যাটের দরজা বন্ধ। বিকেলের দিকে সন্দেহ হলে কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে, কোলাপসিবল গেট ভিতর থেকে তালাবদ্ধ, কাঠের দরজাও বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকেই হলঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সরজিতের দেহ দেখতে পান পুলিশকর্মীরা। পাশের ঘরেই পাওয়া যায় গার্গী (৬৮) এবং আয়ুষ্মান (৩৮)-এর ঝুলন্ত দেহ।

তবে এখানেই শেষ নয়। গার্গী ও আয়ুষ্মানের দেহে একাধিক ক্ষতচিহ্ন দেখা গিয়েছে, যা ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। তিন জনেরই মৃত্যু হয়েছে এমন অবস্থায় যে, পুলিশের প্রাথমিক অনুমান—এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কিন্তু কারও শারীরিক আঘাত কি অন্য কোনও কিছুর ইঙ্গিত দিচ্ছে?

ডাক্তার এসে তিন জনকেই মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশের দাবি, ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় আত্মহত্যার সম্ভাবনাই আপাতত জোরালো। তবু মা-ছেলের শরীরে কাটা দাগ নিয়ে সন্দেহে রয়েছেন তদন্তকারীরা। প্রশ্ন উঠছে—তিন জন একসঙ্গে আত্মহত্যা করেছেন, না কি দু’জনকে হত্যা করে কেউ নিজেই আত্মঘাতী হয়েছেন?


ভিডিও স্টোরি