শেষ আপডেট: 15th October 2024 11:06
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরের পর থেকেই ভোগান্তি বাড়বে কলকাতার জনসাধারণের। বিকেলে অফিস ফেরত যাত্রীরাও যে সমস্যার মধ্যে পড়বেন তাও বলা বাহুল্য। কারণ শহরে আজ দুটি কার্নিভাল। একটি, রেড রোডে পুজোর কার্নিভাল এবং অপরটি ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’-এর ডাকা ‘দ্রোহের কার্নিভাল’ কর্মসূচি। দুটিই বিকেল ৪টেয় শুরু হওয়ার কথা। চলবে কমপক্ষে ৪ ঘণ্টা।
পুজোর কার্নিভালের জন্য শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা যে বন্ধ করে দেওয়া হয় তা সকলেই জানেন। প্রতি বছরের মতো এই বছরও একই পন্থা নিয়েছে পুলিশ। দুপুর ২টোর পর থেকেই কার্নিভাল শেষ হওয়া পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা একাধিক রাস্তা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়ে দিয়েছে লালবাজার। রেড রোড তো বটেই লাভার্স লেন, পলাশি গেট এবং এসপ্লানেড চত্বর কার্যত বন্ধ থাকবে। অন্যদিকে, খিদিরপুর, ডাফরিন রোডও বন্ধ হয়ে যাবে দুপুরের পর।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মতলা চত্বরের প্রায় সব রাস্তা যেমন হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক রোড, কুইস ওয়ে সহ একাধিক রাস্তায় দুপুরের পর থেকেই পার্কিং বন্ধ করে দেওয়া হবে। যারা কার্নিভাল দেখতে আসবেন তাদের গাড়ি রাখার জন্য ময়দান সংলগ্ন এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, রানি রাসমণি রোড দিয়ে ‘দ্রোহের কার্নিভাল’ হওয়ার কথা। তবে আগেই এই মিছিলের ছাড়পত্র না দিয়ে পুলিশ পরিষ্কার জানিয়েছিল কোনও ভাবেই মিছিল করা যাবে না। পরে অশান্তি ছড়ানোর আশঙ্কা আছে, এই কারণ দেখিয়ে রানি রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ।
মেয়ো রোড থেকে শুরু করে, ওয়াই চ্যানেল, আরআর অ্যাভিনিউ, আউটট্রাম রোডে জমায়েত করা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে কলকাতা পুলিশ। নির্দেশিকায় এও উল্লেখ করা হয়েছে, লাঠি বা কোনও অস্ত্র নিয়ে উল্লিখিত এলাকায় ঘোরা যাবে না।