শেষ আপডেট: 8th December 2024 10:17
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার। এখনও তেমনভাবে কলকাতায় শীতের দেখা নেই। সন্ধ্যা এবং ভোরের দিকে ঠান্ডার সামান্য আমেজ গায়ে লাগলেও দিনের বেলা গরম আবহাওয়াই বজায় থাকছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। ফলে এখনও কনকনে শীতের অপেক্ষায় রয়েছেন শহরবাসী। তবে আজ কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় পারদ চড়বে।
আজ অর্থাৎ রবিবার স্নোফল বা তুষারপাত হওয়ার সম্ভাবনা দার্জিলিংয়ে। উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিতে পারে উত্তর পশ্চিম ভারতে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার ও সোমবার। তাছাড়া আগামীকাল অর্থাৎ সোমবার বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।
আজ ও সোমবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া অফিস সূত্রে খবর। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে। সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা।
কলকাতায় আজ সারাদিন মূলত পরিষ্কার আকাশের দেওয়া মিলবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজে সাময়িক বিরতি। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। বুধবার-বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৮৬ শতাংশ।