শেষ আপডেট: 29th October 2024 10:38
দ্য ওয়াল ব্যুরো: সামনেই কালীপুজো। তার আগেই হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ায় বদল আসবে। পাশাপাশি এও বলা হয়েছে, কালীপুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে আকাশ মেঘমুক্তই থাকবে।
তবে হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হলেও তা অতি সামান্য হবে। শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলোতে শুষ্ক হাওয়া বইবে।
কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ এক পশলা বৃষ্টি হতে পারে। কালীপুজোর দিন বৃষ্টি যদি বা হয়, তার পরিমাণ অতি সামান্য। মূলত আকাশ পরিষ্কারই থাকবে। ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে, শুষ্ক হাওয়া শুরু হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে।
আজ সারাদিন কলকাতার তাপমাত্রা ২৫. ৩ ডিগ্রি সেলসিয়াসের আসে পাশেই থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশ।