শেষ আপডেট: 12th August 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে বহিরাগতদের প্রবেশ রুখতে রেজিস্টার চালু করা হল আরজিকর হাসপাতালে। সোমবার সকালে ডিসি নর্থ হাসপাতালে আসেন। তিনি জানান, হাসপাতালে বহিরাগতদের প্রবেশ রুখতে এবার থেকে রেজিস্টার রাখার ব্যবস্থা হল। খাতায় সই করে তবেই জরুরি বিভাগে ঢুকতে পারবেন হাসপাতালে কাজে আসা যে কোনও কেউ। আইকার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
আরজিকরে স্নাতকোত্তর স্তরের ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ চত্বর আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে। ঘটনার প্রতিবাদে শনিবার থেকেই চলছে কর্মবিরতি। কয়েকটি কলেজে শুধুমাত্র জরুরি বিভাগেই দেওয়া হচ্ছিল পরিষেবা। তবে ছাত্রী খুনের ঘটনায় অপরাধীর শাস্তি ও হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তার দাবিতে সেই সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়। যেমন সোমবার দুপুর বারোটা থেকে জরুরি বিভাগের পরিষেবা বন্ধ করে দেন এসএসকেএমের জুনিয়র ডাক্তাররা।
হাসপাতালে বহিরাগতদের আনাগোনা নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জানিয়ে আসছিলেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন একাধিকবার। বারবার বিষয়টি সামনে আসার পরেও কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। এবার হাসপাতালের ভিতরেই স্নাতকোত্তর ছাত্রীর মর্মান্তিক পরিণতিতে ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। আন্দোলনের মুখেই এদিন বহিরাগতদের প্রবেশ রুখতে আরজিকর মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেজিস্টার রাখার ব্যবস্থা হল।