শেষ আপডেট: 9th September 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলের মধ্যেই কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আরজি কর মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই সাংবাদিক সম্মেলন করে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানাল তৃণমূল কংগ্রেসও।
এদিন বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এদিন ব্রাত্য পরিষ্কার জানান, আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর সেই নির্দেশ মেনেই চিকিৎসকদের দ্রুত কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানান শিক্ষামন্ত্রী। ব্রাত্যর অভিযোগ, পরিষেবা না পেয়ে ইতিমধ্যেই রাজ্যে প্রাণ হারিয়েছেন ২৪ জন। সোমবারই চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত দমদমের এক বাসিন্দার। তিনি বলেন, "চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির কারণেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে। রোগীদের আর ভোগান্তি দেওয়া নয়।"রোগীদের পাশে থাকতে বারবার অনুরোধ জানান ব্রাত্য।
আরজি কর-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্টের প্রসঙ্গ উল্লেখ করে ব্রাত্য বলেন, "আগেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। সোমবার শীর্ষ আদালতের রায় প্রমাণ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কতটা যুক্তিযুক্ত ও যথার্থ।"
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যারাকপুরের নবনির্বাচিত তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, "আমরা কোনওভাবে মূল পয়েন্ট থেকে সরে আসছি না।" চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার আবেদন জানিয়ে পার্থ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আলোচনার রাস্তা সবসময় খোলা।" এরপরই চিকিৎসকদের উদ্দেশে তিনি বার্তা দেন, "রাজ্যে চিকিৎসার অভাবে ইতিমধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারে রীতিমতো অন্ধকার নেমে এসেছে।"