শেষ আপডেট: 27th January 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আলাদা মামলা করেছে সিবিআই-ও। সেই মামলার শুনানিতে নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী জানান, তাঁরা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না!
নির্যাতিতার বাবা-মায়ের এহেন বক্তব্যে বিকাশ ভট্টাচার্যের বলা কথার আঁচ পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের পর এবার তাঁরও নিশানায় আরজি করের নিহত চিকিৎসকের পরিবার।
তৃণমূল সাংসদের প্রশ্ন, "মৃতার পরিবার কী চাইছেন, মহিলাদের ধর্ষণ করলে ফাঁসির সাজা হবে না?" কুণাল-ফিরহাদের মতোই তাঁরও বক্তব্য আরজি কর-কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবার শুধুই রাজনীতি করছেন। শুধু তাই নয়, বিকাশ ভট্টাচার্যের কথার সঙ্গে মৃতার পরিবারের বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন তিনি।
বস্তুত, আরজি করে নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় সাড়ে ৫ মাস পর প্রধান ও একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এই রায়ের পরে প্রতিক্রিয়া জানিয়ে বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, তাঁর মতে মৃত্যুদণ্ড না দিয়ে বিচারক যথাযথ সিদ্ধান্তই নিয়েছেন।
বিকাশরঞ্জনের সেই মন্তব্যকে সামনে এনেই এদিন নিহত চিকিৎসকের বাবা-মাকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, প্রথম দিন থেকেই মেয়ের মৃত্যুর জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে আসছেন নির্যাতিতার বাবা-মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এখনও অনড় তাঁরা। যা নিয়ে কুণাল ঘোষ থেকে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম, সকলেই আক্রমণ শানিয়েছেন। এবার আসরে কল্যাণও।