শেষ আপডেট: 13th September 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই ভেস্তে গিয়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা। লাইভস্ট্রিমিংয়ের দাবিতে এখনও স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ চলছে জুনিয়রদের। গতকালই মুখ্যমন্ত্রী আন্দোলনকারী ডাক্তারদের পিছনে ‘বাইরের কারও নির্দেশ’ রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। এবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের ভিত আরও শক্ত করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
অরাজনৈতিক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2024
জুনিয়র ডাক্তারদের ধরণায় বিজেপির যুব মোর্চার উত্তর কলকাতা জেলা সভাপতি সৌরভ দাস, সদলবলে, রসদসহ। pic.twitter.com/yYI4r2bX79
শুক্রবার সকালে কুণাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে আন্দোলনের ‘বিজেপি যোগ’ স্পষ্ট করলেন। তিনি পোস্টে লেখেন, ‘অরাজনৈতিক! জুনিয়র ডাক্তারদের ধর্নায় বিজেপির যুব মোর্চার উত্তর কলকাতা জেলা সভাপতি সৌরভ দাস, সদলবলে’। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে গেরুয়া শিবিরের লাগাতার ইন্ধন ও রসদ জোগানোর বিষয়টিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন কুণাল।
৩৩ দিন পেরলেও আরজি কর নিয়ে এখনও কোনও সমাধান সূত্র বেরনো তো দূর, জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবিতে অনড়। রাজ্যের তরফে বারবার আলোচনা চাইলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এমন পরিস্থিতিতে ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বিজেপির যোগ স্পষ্ট করলেন তৃণমূল নেতা।
বুধবারই এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে আন্দোলনকারীদের সঙ্গে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া পামেলা গোস্বামীর ছবি প্রকাশ্যে এনেছিলেন। পোস্টে দেখা যায় হলুদ পোশাক পরে এক মহিলা সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে রয়েছেন। কুণাল প্রশ্ন তোলেন, “এটা কোথাকার ছবি? ইনি কে? সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তা কি ঠিক? ইনি যদি তিনি হন, তা হলে ইনি এখানে কেন? ইনি এলেন, না ডাকা হল? ডাকা হলে কেন হল? যদি কেউ স্পষ্ট করে ঘটনাস্থল এবং চরিত্রগুলি জানাতে পারেন, পোস্ট করবেন প্লিজ। আমি কনফিউজড।”
আর পামেলার পর এবার সৌরভ দাসের ছবি সামনে আনলেন কুণাল। সাফ জানালেন, এই আন্দোলনের মাঝে বিজেপি ‘রসদ’ খুঁজছে। যদিও কুণালের পোস্টের পাল্টা কমেন্ট করে অনেকেই বলছেন, আপনারও সন্তান আছে, পারলে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। আবার কেউ কেউ আন্দোলনের নামে বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার প্রচেষ্টাকে কাঠগড়ায় তুলেছেন।