শেষ আপডেট: 13th February 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর তাঁকে ঘিরে বিক্ষোভ এবং টাকা নিয়ে বস্তি বসানোর অভিযোগ উঠেছিল। কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর শচীন সিংকে শোকজ করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে কলকাতা পুরসভার শাসক দলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত বুধবারই এই চিঠি পাঠিয়েছেন তাঁকে। চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তিনি এও জানিয়েছেন, দলকে যা উত্তর দেওয়ার দিয়ে দেবেন।
গত ৮ ফেব্রুয়ারি আগুন লেগেছিল নারকেলডাঙার খাল পাড় সংলগ্ন বস্তিতে। পুড়ে গেছিল ৩০টিরও বেশি ঝুপড়ি। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। অভিযোগ করেন, তোলা নিয়ে খাল পাড়ে গুদাম করেছিলেন তিনি, তার থেকেই আগুন লেগেছে। পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনেই বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, মেয়র চলে যাওয়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছিল।
রড দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা শ্লীলতাহানি, অস্ত্র সহ হামলার অভিযোগ করা হয়ে কাউন্সিলর অনুগামীদের তরফে। শুধু তাই নয়, শচীন সিংয়ের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়েছিল। পরবর্তীতে নারকেলডাঙা থানার সামনে ধর্না দিয়েছিলেন তিনি। শেষে এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে ঘটনাস্থল ছেড়েছিলেন কাউন্সিলর।
ঘটনার দিন মেয়রের উপস্থিতিতেই শচীন সিং 'চোর চোর' বলে চিৎকার শুরু করেছিল উন্মক্ত জনতা। পাল্টা স্লোগান দেন কাউন্সিলরের অনুগামীরাও। এরপরই ঘটে চেয়ার ভাঙা, ধাওয়া করা, হাতাহাতির মতো ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নারকেলডাঙা থানায় দু'টি অভিযোগ দায়ের হয়েছে।