শেষ আপডেট: 26th December 2023 12:10
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের একটা বড় অংশের মানুষের কাছে বড়দিন মানেই পার্ক স্ট্রিট। ঝলমলে আলোয় সাজানো রাস্তা, রঙিন পোশাক পরা মানুষের ভিড়, ফ্রুট কেকের গন্ধ, আর খাওয়া দাওয়া। ২৫ ডিসেম্বরের রাতে কলকাতার এই রাস্তা রীতিমতো জমজমাট থাকে। শহর তো বটেই, শহরতলির মানুষও বড়দিনের সন্ধ্যায় হাজির হয়ে যান পার্ক স্ট্রিটে।
যেহেতু গণপরিবহণের অন্যতম সুবিধাজনক মাধ্যম মেট্রো, তাই প্রত্যেক বছর এই দিন কলকাতা মেট্রোর আয় আর যাত্রী সংখ্যা, দুইই আকাশ ছুঁয়ে ফেলে। গতকাল সোমবারও তার ব্যতিক্রম হয়নি। তবে মজার বিষয় হল, এই বছর যাত্রী সংখ্যার নিরিখে ফার্স্ট হতে পারেনি পার্ক স্ট্রিট। বরং সেই খেতাব ছিনিয়ে নিয়েছে দমদম মেট্রো।
বড়দিনের ভিড় এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই বছর মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছিল। রাত ৯টা ২৮ মিনিটের বদলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছেড়েছে রাত ১০টা ৫৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটের বদলে ছেড়েছে রাত ১১টা ১০ মিনিটে। অর্থাৎ রাতে দেড় ঘণ্টা করে বাড়ানো হয়েছিল শেষ মেট্রোর সময়সীমা। যদিও তাতেও ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। গত বছর যেখানে বড়দিনের সকাল থেকে সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী মেট্রোর যাত্রীর সংখ্যা ছিল ২ লক্ষ ৮০ হাজার ৩৬৩ জন, এই বছর তা বেড়ে হয়েছিল ২ লক্ষ ৯৮ হাজার ১১৬ জন।
স্টেশন হিসাবে টিকিট বিক্রির নিরিখে এই বছর ফার্স্ট হয়েছে দমদম মেট্রো। সেখানে এদিন সন্ধ্যা ৬টা রেজিস্টার্ড যাত্রীর সংখ্যা পর্যন্ত ৩৪,০০৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে এসপ্ল্যানেড, সেখানে বড়দিনের যাত্রী সংখ্যা ছিল ২২,৭৯৬। বরং পার্ক স্ট্রিটে তা অনেকটাই কম, মাত্র ১৪,৬৪৬ জন।