শেষ আপডেট: 1st September 2024 23:28
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলার ধর্নামঞ্চে মত্ত যুবকের ঢুকে পড়া এবং মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে নারাজ সভাস্থলে উপস্থিত বিশিষ্টজনেরা-সহ আমজনতা।
ধর্না মঞ্চে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর মতো একঝাঁক সেলেব্রিটি-সহ একাধিক পরিচিত মুখ। তাঁদের কথায়, "এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং দোষীদের কঠোরতম শাস্তি না হলে এ ঘটনা আরও বাড়বে।"
আরজি করের দোষীদের কোনওভাবেই যেন আড়াল না করা হয়, ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এই বার্তাও দেন তাঁরা।
প্রতিবাদীদের মধ্যে অনেকে এদিনের ঘটনার সঙ্গে ১৪ অগস্ট মহিলাদের রাত দখলের আন্দোলনের দিন আরজি করে হামলার ঘটনার মিল খুঁজে পাচ্ছেন। তাঁদের মতে, সেদিনও একদল দুষ্কৃতী হামলা চালিয়েছিল। এদিনও একইভাবে ধর্নামঞ্চে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হল।
সরকারিভাবে কোনও কর্তাব্যক্তি এসে কথা না বললে, ধর্না-অবস্থান থেকে উঠবেন না 'তিলোত্তমা'রা। ভোর চারটে পর্যন্ত ধর্মতলাতেই বসে থাকবেন কয়েক হাজার মানুষ। রবিবার মহামিছিলের শেষে এমনটাই জানিয়েছেন 'আমরা তিলোত্তমা' মঞ্চের প্রতিবাদীরা।
রাত ৯ টা ৫৫ মিনিট নাগাদ ধর্না মঞ্চের ভিড়ে ঢুকে পড়ে এক মত্ত যুবক বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ। মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীলভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ। পরে পিছু ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। হেয়ার স্ট্রিট থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।